অর্থনীতিবাংলাদেশ

কর ও ঋণের বোঝা বাড়ানোর বাজেট: এবি পার্টি

Story Highlights
  • Knowledge is power
  • The Future Of Possible
  • Hibs and Ross County fans on final
  • Tip of the day: That man again
  • Hibs and Ross County fans on final
  • Spieth in danger of missing cut

প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে রাজধানীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির নেতারা বলেছেন, কর ও ঋণের বোঝা বাড়ানোর এই বাজেট দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

আজ বৃহস্পতিবার সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করা হয়। বাজেট প্রত্যাখ্যান করে সন্ধ্যায় রাজধানীতে বিক্ষোভ করেন এবি পার্টির নেতা-কর্মীরা।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মেজর (অব.) আবদুল ওহাব মিনার বলেন, বাজেট বাস্তবায়নে সরকার বারবার সক্ষমতা দেখাতে ব্যর্থ হয়েছে। সরকারি দপ্তরগুলোতে যোগ্যতা ও জবাবদিহির অভাবে জনগণের অর্থের অপচয় হচ্ছে। দুর্নীতিবাজদের চক্র গড়ে উঠেছে।

সদস্যসচিব মজিবুর রহমান বলেন, এ বাজেট কর ও ঋণের বোঝা বাড়ানোর বাজেট। রাজনৈতিক বৈধতাবিহীন এ সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না।

প্রস্তাবিত বাজেটের প্রত্যাখ্যানে এবি পার্টির নেতা-কর্মীরা সন্ধ্যায় বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলের একপর্যায়ে অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ সময় দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, আবদুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব এ বি এম খালিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button