নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড
সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১০ টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিস (বিলস) এর আয়োজনে ইপসা এইচআরডিসি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।
জাহাজডাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাজ ভাঙ্গা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন বিলসছ চট্টগ্রাম কু-অর্ডিনেটর ফজলুল কবির মিন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিলসের সেন্টার কো অর্ডিনেশন কমিটি চট্টগ্রাম এর চেয়ারম্যান শ্রমিক নেতা এ এম নাজিম উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তার লুৎফুন্নেসা খানম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিক, সাংবাদিক শেখ সালাউদ্দিন সঞ্জয় কুমার চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম আঞ্চলিক সভাপতি মাহবুবুল আলম। ফায়ার সার্ভিস সীতাকুণ্ড সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল, কুমিরার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মামুন।