সীতাকুণ্ডে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড
সীতাকুণ্ড উপজেলা ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে, শনিবার বিকেল চারটায় উপজেলা ভূমি দপ্তরের চত্বরে ভূমি সেবা ফিতা কেটে ও কবুতর উড্ডয়ন এর মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ, সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি বাবু সুমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম সেকান্দর হুসাইন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন, বর্তমানে নামজারিসহ বিভিন্ন কর্মকান্ড অনলাইন ভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেবা গ্রহিতারা যাতে কোন ধরনের হয়রানির শিকার না হয় সেই জন্যে সপ্তাহে দুই দিন ওপেন হাউজ ডে চালু করেছি। আমার অধীনস্থ কোনো কর্মচারী যদি প্রয়োজনীয় সেবা প্রদান না করে তাহলে আপনারা আমার কাছে আসুন।আমি তড়িৎ ব্যবস্থা নেব। আপনারা দালালের মাধ্যমে আমার কাছে না এসে সরাসরি আসুন আমরা সেবা দিতে বাধ্য।