সীতাকুণ্ড উপজেলায় ভূমি সেবা সপ্তাহ পালন
নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড
সীতাকুণ্ড উপজেলায় ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা গ্রহীতাদের উপস্থিতিতে সেবা সপ্তাহ পালন করা হয়েছে। এতে সম্মানিত অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, সীতাকুন্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী গোলাম মহিউদ্দীন প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ তাহমিনা আরজু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায়
বক্তারা বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবকিছুতে স্মার্ট হওয়া প্রয়োজন। এই লক্ষ্যে সরকার যাবতীয় ভূমিসেবা ডিজিটাল পদ্ধতিতে করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখন যার যার ভূমি মালিকেরা ই পদ্ধতিতে সকল কর্মকাণ্ড ঘরে বসেই করতে পারবেন। ফলে এখন আর দালাল ধরা লাগবে না। নিজের কাজ নিজেই করুন প্রয়োজনে সহকারী কমিশনার (ভূমি)র সাথে সরাসরি যোগাযোগ রাখবেন।