সীতাকুণ্ডে মহন্তর হাটের গরুর বাজারে হাজার হাজার গরু, বিক্রি তেমন নেই…
নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড
সীতাকুণ্ড সদরের মহন্তর হাটে হাজার হাজার গরু থাকলেও ক্রেতার অভাবে তেমন ক্রয় বিক্রয় নেই।
গতকাল শুক্রবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত সরজমিনে গিয়ে দেখা যায়, বিশালাকৃতির মাঠে কানায় কানায় ভর্তি হাজার হাজার গরু, কোন শূন্যস্থান নেই, ক্রেতা বিক্রেতা ও প্রচুর তবে বিক্রেতা গরুর অধিক মূল্য হাকায় ক্রেতা সাধারণ পিছু হটছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে তখন কিছু গরু বিক্রয় হয়।
গরু ক্রয় করতে আসা জাহাঙ্গীর আলম নামক এক ক্রেতা বলেন, গরুর মূল্য অধিক দাম দিচ্ছে বিধায় গরু কিনা থেকে ফেরত যাচ্ছি, কোরবানির আরো দুই তিন দিন সময় আছে ভাগ্যে যা থাকে তা হবে। আবুল মঞ্জুর নামক এক বিক্রেতা বলেন, গরুর খাদ্য সামগ্রির দাম অধিক হওয়ায় মাঝারি ধরনের এক একটা গরুর পিছনে ৫০ হতে ৬০ হাজার টাকা খরচ হচ্ছে. তাছাড়া পরিশ্রম তো আছেই।হাটের ইজারাদার মোঃ আমজাদ হোসেন জানান, আমরা গরু বিক্রিতে যেমন প্রত্যাশা করেছিলাম তেমন হয়নি।তবে রাত দশটা এগারোটা পর্যন্ত সময় আছে এই সময়ের মধ্যে প্রচুর গরু বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া ঈদের বাকি আরো দু-তিন দিন থাকায় ক্রেতা সাধারণ গরু রাখার জায়গার অভাবে গরু কিনছেন না।