Uncategorized

সীতাকুন্ডে দুর্বৃত্ত সন্ত্রাসীরা এলোপাতারি কুপিয়ে জখম করেছে একজনকে।

নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড
সীতাকুন্ডে দুর্বৃত্ত সন্ত্রাসীদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন আলতাফ হোসেন (৫৫)নামক এক ব্যক্তি। আলতাব হোসেন সীতাকুণ্ড মডেল থানার সৈয়দপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন হরিনা ক্যাম্পের প্লাটুন কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজদৌলার ছোট ভাই। গত মঙ্গলবার দক্ষিণ বগাচতর মাস্টার পাড়া ফসি হাজী জামে মসজিদের সামনে রাস্তার উপর উক্ত ঘটনাটি ঘটে।


এই ঘটনায় গুরুতর আহত আলতাফ হোসেনের স্ত্রী সুলতানা রাবেয়া বাদী হয়ে বুধবার দুপুরে নওশের আলম প্রকাশ রিপনকে ১ নং বিবাদী করে মোট ৭ জনের নামে এবং অজ্ঞাত ৫-৬ জনের নামে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নম্বর ৩০ তারিখ ১৯ জুন ২০২৪।
মামলা সূত্রে জানা যায়, বিবাদী নওশের আলম রিপন প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে এলাকার লোকদেরকে হয়রানি করে আসছিল। তার বিরুদ্ধে সীতাকুন্ড মডেল থানায় বিভিন্ন ধারায় অপর একটি মামলাও রহিয়াছে। ভিকটিম আলতাফ হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার আসরের নামাজ পড়া শেষে মসজিদ থেকে বের হলে ১ নং বিবাদী সাথে আরো ৫-৬ জন লোক তাকে ডেকে রাস্তার উপর দাঁড় করিয়ে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কুপাতে থাকে। ২-৩ জন লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করতে চাইলে আঘাতগুলা কোমরে গিয়ে পড়ে। একপর্যায়ে আলতাফ হোসেন মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।সেখানে কর্তব্যরত ডাক্তাররা তার অবস্থা গুরুতর দেখে ঢাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তিনি হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
সীতাকুন্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন পিপিএম জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে, তদন্ত পূর্বক আসামিদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button