Uncategorized

ইপসা সমন্বিত কৃষি ইউনিটের উদ্যোক্তা সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি সীতাকু-:

সীতাকু-ে উদ্যোক্তাদের সম্মানিত করতে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) উদ্যোক্তা সম্মাননা-প্রদান ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ইপসার বীর মুক্তিযোদ্ধা এ. কে.এম মফিজুর রহমান মিলনায়তনে সমন্বিত কৃষি ইউনিট এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম।

ইপসার সহকারি পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন মোঃ সাইদ আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তহমিনা আরজু। সমন্বিত কৃষি ইউনিটের প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম সরোয়ার ও কৃষি কর্মকর্তা মিহির মজুমদার ও  মৎস্য কর্মকর্তা সাদমান সাকিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সীতাকু- ইডিপি এরিয়া ম্যানেজার মোঃ তোফায়েল হোসেন, প্রজেক্ট ম্যানেজার মোঃ মহসিন মিঞা, আরএমটিপি প্রজেক্ট মানেজার ডা: ইমাম মোঃ আবু হেনা, সিভিক কনসোর্টিয়াম প্রজেক্ট ম্যানেজার শাহ সুলতান শামীম।    

কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের আওতায় ছয়জন সফল খামারীকে সম্মাননা প্রদান করা হয়। ছয় উদ্যোক্তা হলেন, শামীমা আক্তার, সায়রা আমীন, জায়েদা বেগম, নুর উদ্দিন, বাপ্পি, আবু তাহের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button