Uncategorized

সীতাকুণ্ডে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১জন নিহত

মো. নাছির উদ্দিন অনিক
সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়, এতে আবুল কাসেম (৬৫) নামক এক ব্যক্তি নিহত হয়। নিহত আবুল কাসেম নগরির হালিশহর বড়পুল নিউ মুরিং ৩ নং রোডের মৃত আবু জাফরের পুত্র। শনিবার সকাল পৌনে ৯টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত হয়েছেন বাসের ভেতরে থাকা ১২ জন যাত্রী। তাদের মধ্যে গুরুতর আহত নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মোঃ আরিফ (৩০), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আব্দুল মেতালেব (৫২) ও ফেনী জেলার সোনাগাজী থানার স্বপ্না রানী (৪৯) আহতদের উদ্ধার করে চমেক হাসপাতাল ও নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, বেপরোয়া গতিতে আসা স্টার লাইন পরিবহনের বাসটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আবুল কাসেমের মৃত্যু হয়। গুরুতর আহত হয় বাসে থাকা আরও ১২ জন যাত্রী। দুর্ঘটনা পরবর্তীতে আগ্রাবাদ ও কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত বাস যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠাই। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, অতিরিক্ত গতিতে ওভারটেকিং করার সময় স্টার লাইন পরিবহনের যাত্রীবাহি বাসটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এতে মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উল্টে পড়া বাসটিকে সরিয়ে থানায় নিয়ে গেলে যানজন মুক্ত হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button