সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালত অনুমোদনহীন পিভিসি পাইপ তৈরির কারখানাকে বিএসটিআই আইনে ৫০হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড
সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই এর অনুমোদনহীন পিভিসি পাইপ তৈরির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলার ছোট কুমিরা এলাকায় দি ওয়েব অফ চিটাগাং
নামক প্রতিষ্টানকে বিএসটিআই আইনে জরিমানা করা হয়েছে। উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। গতকাল সোমবার বিকেল ৪ টায় উত্তর মছজিদ্দা কুমিরা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএসটিআই অনুমোদন না থাকায় পিভিসি পাইপ তৈরি ও বিএসটিআই এর জাল লাইসেন্স প্রদর্শন করার দায়ে “দি ওয়েভ অব চিটাগং” নামক প্রতিষ্টান কে বিএসটিআই আইনে ৫০০০০(পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন উক্ত প্রতিষ্ঠানকে বিএসটিআই অনুমোদন ব্যতীত প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আলাউদ্দিন এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা সময় উক্ত মোবাইল কোর্ট আরও উপস্থিত ছিলেন বিএসটিএই কর্মকর্তা জনাব মো: মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও সীতাকুণ্ড মডেল থানার সদস্যবৃন্দ