Uncategorized

সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের ১লক্ষ দশ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি সীতাকুন্ড 

সীতাকুণ্ডে ভ্রাম্যমান  আদালত ৭ টি হার্ডওয়ার এবং ৪টি মুদির দোকানকে ১ লক্ষ দশ হাজার টাকা  জরিমানা করেছে। মঙ্গলবার সকাল  ১০.৩০ ঘটিকায় সীতাকুণ্ড পৌর সদরে  বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম। 

জানা যায়  বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হার্ডওয়্যারের ড্রিলিং লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয়  পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬, এর (৩) ধারায় ৭টি হার্ডওয়্যারের দোকানকে যথাক্রমে- ফজলে ট্রেডিন,  শিবুলী হার্ডওয়ার  সীতাকুণ্ড হার্ডওয়্যার, আলী ইলেক্ট্রিক,  নাজমা ইলেক্ট্রিক, রুমা হার্ডওয়্যার, প্রীতি এন্টারপ্রাইজ,জাফরে স্টোর মদিনা এন্টারপ্রাইজ   মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য মজুদ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৩৮,৪৪,৪৫,৫১) ধারায় প্রত্যেককে  ১০ হাজার টাকা করে

 প্রকাশ্যে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করার অপরাধে ধুমপান ও *তামাকজাত দ্রব্য ব্যবহার/ নিয়ন্ত্রনণ আইন-২০০৫ এর ধারা (৫); এ ২টি ডিপার্টমেন্টাল ষ্টোরকে  যথাক্রমে- প্রীতি এন্টারপ্রাইজকে ও  জাফর স্টোরকে ৫, হাজার  টাকা,  মোট ১১টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট= ১ লক্ষ্য দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই প্রসঙ্গে  উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে. এম. রফিকুল ইসলাম জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button