বাবার মতো আমিও সীতাকুÐ প্রেসক্লাবের উন্নয়নে পাশে থাকব -এমপি মামুন
নাসির উদ্দিন আনিক
বাবা সাংসদ মরহুম এবিএম আবুল কাসেম মাষ্টার সীতাকুÐ প্রেস ক্লাবের জন্য অনেক অবদান রেখেছেন। একথা দলমত নির্বিশেষে সকল সাংবাদিকস্বীকার করেন। আমার বাবার মতো আমিও ভবিষ্যতে এই প্রেস ক্লাবের উন্নয়নে পাশে থাকব| বুধবার বিকালে সীতাকুÐ প্রেসক্লাবে আয়োজিত নীচতলার অফিসের শুভ উদ্বোধন ও সংবর্ধণা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৪ সীতাকুÐ আসনের এমপি আলহাজ্ব এস.এম আল মামুন এসব কথা বলেন।
প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ইউএনও কে.এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলাউদ্দিন. সীতাকুণ্ড থানার ও মোঃ কামাল উদ্দিন wcwcGg, কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবদুj হাকিম, বারআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ। এতে আরো বক্তব্য রাখেন সীতাকুÐ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাবেক সভাপতি এম. হেদায়েত, সাবেক সভাপতি এম. সেকান্দার হোসাইন।
Ggwc gvgyb বলেন, সীতাকুÐ প্রেস ক্লাবের বহুতল ভবন দরকার। আমি অবশ্যই চেষ্টা করব একটি ভবন নির্মাণের উদ্বোধন করতে। সাংবাদিকরাও মানুষ। তারা নানান দলমতের আদর্শ বিশ্বাস করেন। কিন্তু দেশের প্রতি সবার ভালোবাসা ও দায়িত্ববোধ থাকতে হবে।কোনভাবে দেশবিরোধী কর্মকান্ড একজন সাংবাদিক মেনে নিতে পারেন না। সীতাকুÐর সাংবাদিকরা সবসময় দায়িত্ব নিয়ে কাজ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সীতাকুÐ প্রেস ক্লাব উপজেলা পর্যায়ে দেশের মধ্যে একটি মডেল প্রেস ক্লাব। এই ক্লাবের সাংবাদিকদের পেশাগত দায়িত্বে অবিচল থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের অনেক স্থানেই সাংবাদিক নামধারীদের চাঁদাবাজি অসহনীয়। কিন্তু সীতাকুÐ প্রেস ক্লাব মানুষকে হয়রানি থেকে মুক্ত করতেই কাজ করেন। যা তাদের ভাবমূর্তি উজ্জ্বল করে|