সংখ্যালঘু কিংবা নিরীহ মানুষ
নির্যাতন প্রশ্রয় দেবে না বিএনপি- সীতাকুণ্ড প্রেস ক্লাবে বিএনপি নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড
“সীতাকুণ্ড শান্তির জনপদ। এই জনপদকে অস্থিতিশীল করতে একটি মহল সুপরিকল্পিত ষড়যন্ত্র করছে। এখানে সংখ্যালঘুর উপর হামলার চেষ্টা চলছে। আমরা বিএনপি ও দলের কর্মী সমর্থকরা কোনভাবেই হামলা বা প্রতিশোধে বিশ্বাসী নই”- রবিবার সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কাজী সালাউদ্দিন।
প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, কৃষক দলের কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম বদরুল আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী, সাবেক সেক্রেটারি ও পৌর কাউন্সিলর মোঃ শামছুল ইসলাম আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ ছলু, পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. সরোয়ার হোসাইন লাভলু, পৌর বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আল নোমান, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আইনুল কামাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা মোঃ সরোয়ার কামাল। এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকু- প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাবেক সভাপতি এম. হেদায়েত।
বিএনপি নেতৃবৃন্দরা বলেন, আমরা জননেতা লায়ন মোঃ আসলাম চৌধুরীর মুক্তির অপেক্ষায় আছি। তিনি মুক্তি পেলেই আমরা তার নেতৃত্ব সীতাকুণ্ডকে এগিয়ে নেব।