সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মত বিনিময়
নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড
সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা জামায়াতের এক মতবিনিময় সভা সোমবার বিকেল ৪ ঘটিকায় সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি এডভোকেট আশরাফুর রহমান, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি সাজিদ চৌধুরী। জামায়াতের আমীর মোঃ নুরুল ইসলাম, ভাটিয়ারী ইউনিয়ন আমীর মোঃ মোশাররফ হোসেন মৃধা,কুমিরা জামায়াতের আমীর জসিম উদ্দিন চৌধুরী, জামায়াত নেতা মোঃ সেলিম জাহেদী মুহাম্মদ ফরহাদ, হোসেন,মহি উদ্দিন, সাইফুল আজম ভুঁইয়া, ছানা উল্লাহ মনজু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহ সম্পাদক কুতুবউদ্দিন শিবলী।