Uncategorized

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনা ৩০ জন আহত

মোহাম্মদ নাসির উদ্দিন অনিক

সীতাকুণ্ডে  সড়ক দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম  মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

,জনা যায়, সদ্য কারামুক্ত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন অধ্যাপক আসলাম চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে তার বাড়ি সলিমপুর যাচ্ছিলেন ৪০ জন  নেতাকর্মী উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের একটি দল। বাসটি কুমিরা এলাকায় আসলে চাকা ফেটে  নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় বাসে থাকা প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে গুরুতর আহত ১৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গুরুতর আহতরা হল সামছুদ্দিন, নিজামুদ্দিন, আলা উদ্দীন, মাসুম, জাফর,রিফাত,আলা উদ্দীন, ফারুক, সরওয়ার,নুরুল হক,শাহ আলম

দূর্ঘটনার খবর পেয়ে আহত নেতা কর্মীদের দেখতে ছুটে যায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, কাজী মহিউদ্দিন, সাবেক উপজেলার বিএনপির আহ্বায়ক জহরুল আলম জহুর, প্রমূখ দেখতে যান। বিষয়টি নিশ্চিত করে বিএনপির যুগ্ম আহবায়ক মো. কাজী সালাউদ্দিন বলেন, বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা লায়ন অধ্যাপক আসলাম চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময়ে করতে বারইয়ার ডালা ইউনিয়ন বিএনপির প্রায় ৪০ জন নেতাকর্মীকে বহনকারী একটি বাস চাকা পাংচার হয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এসময় বাসে থাকা সবাই আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬-১৭ জনের অবস্থা গুরুতর সবাইকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button