সীতাকুণ্ডে যুবলীগ নেতা খুন
নিজস্বপ্রতিনিধিসীতাকুণ্ড

সীতাকুণ্ডে ফিরোজ খান (৩৫) নামক এক যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফিরোজ খান বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের পুত্র এবং সে উক্ত ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শুক্রবার দিবাগত রাত ১:০০ টার সময় ছোট দারোগাহাট বাজারের পশ্চিমে লালানগর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে এবং নিহত ফিরোজ খানের বড় ভাই শামশাদ খান জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে তাঁর এক বোনের বাড়িতে থাকতেন। শুক্রবার রাত একটার দিকে ১৫ /২০ জনের একটি সন্ত্রাসী দল তাঁকে ওই বাড়ি থেকে ডেকে নির্জন জায়গায় জমিতে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে বোনের বাড়ির সামনে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, বারৈয়ারঢালা ইউনিয়নের ফিরোজ খান নামে এক যুবককে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করি। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে। নিহত ফিরোজের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।