Uncategorized

সীতাকুণ্ডে সাব রেজিস্টারের বিরুদ্ধে দলিল লেখকদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড 

সীতাকুণ্ড উপজেলার সাব রেজিস্টার রায়হান হাবিবের বিরুদ্ধে সংবাদ  সম্মেলন করেছেন উপজেলা দলিল লেখক সমিতি। শনিবার দুপুর ১২ টায় সীতাকুন্ড প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ কামাল। 

লিখিত বক্তব্যে তিনি জানান, সাব রেজিস্টার রায়হান হাবিব সীতাকুন্ড যোগদানের পর থেকে প্রত্যেকটা দলিলের ভিন্ন অজুহাতে আইন দেখাইয়া মোটা অংকের ঘুষ দাবি করেন। দলিল লেখকগন তার দাবির প্রতি অসম্মতি জানালে তিনি বলেন আমি যা বলি তাই হবে অন্য কারো সাথে আমার তুলনা করবেন না। ৫ আগস্ট দেশের সরকার পরিবর্তনের সাথে সাথে তিনি কিছুদিন ছাত্র-জনতার ভয়ে নিজেকে ঘোষ বাণিজ্য থেকে দূরে রাখেন, বর্তমানে পুনরায় তিনি তার আগের অবস্থানে তথা ঘোষ বাণিজ্যে  ফিরে যান। ঘোষ দুর্নীতির  বিরুদ্ধে এবং তাকে সীতাকুন্ড থেকে অপসারণ এর দাবিতে আমরা মানববন্ধন এবং কর্মবিরতি পালন করি। এবং তার বিরুদ্ধে মহাপরিদর্শক নিবন্ধন এর বরাবর একখানা দরখাস্ত প্রেরণ করি। সীতাকুণ্ড সাব রেজিস্ট্রি অফিস ঘোষ দুর্নীতিমুক্ত করে দলিল লেখক গণের দলিল সম্পাদন ও রাজস্ব আদায় সাবলীল ও নির্বিঘ্ন করতে সাব রেজিস্টার রায়হান হাবিবের অপসারণে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাই।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি রফিক উদ্দিন আহমেদ সহ সভাপতি মোহাম্মদ বেলাল, শাহাদাত হোসেন,আনোয়ার ইসলাম,ফারুক আহমেদ, সাখাওয়াত হোসেন প্রমুখ। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button