Uncategorized

কৃষক বাঁচাও দেশ বাঁচাও সীতাকুন্ডে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি

ঁকৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে  সীতাকুন্ডে কৃষক সমাবেশ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ নভেম্বর বিকাল সাড়ে ৩ ঘটিকায় সীতাকুন্ড পৌরসভা হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড উপজেলা  কৃষক দলের সভাপতি মোঃ মহি উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন এর সঞ্চালনায় প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. কমল কদর। অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক মোঃ বদিউল আলম বদরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ জহুরুল আলম জহুর, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসূপ নিজামী, পৌর বিএনপির সদস্য সচীব সালে আহমেদ ছলু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী,  বারকুণ্ড  ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,  বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাফর ভূঁইয়া,  সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল, সলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুল হাসান, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মেম্বার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক সমীর, পৌরসভা কৃষক দলের সভাপতি নুরুল আবছার, ওয়ার্ড বিএনপি নেতা আবু ছিদ্দিক বাল্লা, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোঃ আলা উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম সাদেক‘সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই এ দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, বিএনপি কৃষকদের ন্যায্য অধিকার প্রদানে বিশ্বাসী । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ফসল রক্ষায় খাল কেটে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন। শরীরের ঘাম ঝড়িয়ে কঠুর পরিশ্রম করা কৃষক আজ অবহেলিত হচ্ছে। সিন্ডিকেটের কারণে চাষিরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। আগামীতে বিএনপি রাস্ট্রীয় দায়িত্ব পেলে কৃষিখাতের উন্নয়ন, কৃষকদের কল্যাণে কাজ করে যাবে।     

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button