Uncategorized

সীতাকুণ্ডে জাতীয়  সমাজসেবা দিবসে উপকরণ বিতরণ।

Giri Saikat Desk

“নেই পাশে কেউ যার, সমাজসেবা  আছে তার, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  সীতাকুন্ডে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য পদযাত্রার  মাধ্যমে দিবস উদযাপনের সূচনা করা হয়। 

 উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত উক্ত দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  কে এম রফিকুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা,  মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,  ব্যান বেইস  প্রোগ্রামার সুলতানা রাজিযা,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, কাকলি ক্লাবের এম ও এইচ কাইয়ুম,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ড উপজেলার  সমন্বয়ক আব্দুল্লাহ আল ইমরান, মোহাম্মদ আসাদ। 

উক্ত অনুষ্ঠানে ৮টি স্বেচ্ছাসেবী  প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা করে অনুদানের চেক,  ৬ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার  বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী ও বস্ত্র প্রদান করা হয়। 

বক্তারা বলেন , আত্ম মানবতার সেবায় জাতীয় সমাজসেবা অধিদপ্তর ৫৪ ক্যাটাগরিতে দেশের ১ কোটি ২৬ লক্ষ মানুষ উপকার ভোগী। এই অধিদপ্তর হতদরিদ্র নিপীড়িত মানুষের পাশে রয়েছেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button