” এই সমাজকে ফুলের মত পবিত্র করব” মন্ত্রিপরিষদ সচিব
নাসির উদ্দিন অনিক
ফুল পবিত্রতার প্রতীক, আমাদের লক্ষ্য থাকতে হবে এই সমাজকে পবিত্র করতে। “ফুলের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই সমাজকে ফুলের মত পবিত্র করব ”। গতকাল শনিবার সকাল ১১ টায় মন্ত্রী পরিষদ সচিব ডঃ শেখ আব্দুর রশিদ ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাটি বলেন।
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে মাসবাপী ফুল উৎসব জমকালো আয়োজনের মাধ্যমে শুভ উদ্বোধন হয়। এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড, জিয়াউদ্দিন।
সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ২০২৩ সালে ১৯৪ একর জায়গায় জুড়ে ডিসি পার্ক গঠিত হয়। এর আগে এই জায়গায় বখাটের মাদকের আস্তানা ছিল। সাবেক চট্টগ্রাম জেলা প্রশাসক সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র সহযোগিতায় উক্ত জায়গা উদ্ধার করে সেখানে ডিসি পার্ক নামকরণ করেন এবং ফুল উৎসব চালু করেন। প্রধান অতিথি মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ফুলের বনে যেদিকে চাই ভালো লাগে। ১৩৬ ধরনের এক লক্ষ ফুলের সমাহার, যেদিকে তাকাচ্ছি শুধু ফুল আর ফুল, এই ফুল পবিত্র, যা আমাদের জীবনের অংশ হতে পারত। আমরা ফুলকে ইতিহাসে পাই চিত্রকলায় পাই, আমরা আমাদের মনে অনুসন্ধান করি। আমরা আমাদের সন্তান, নাতিদেরকে বলি ফুলের মত পবিত্র, সেই পবিত্রতা আমরা আমাদের জীবনে অনুশীলন অর্জন করতে সেই চেষ্টা করতে হবে। আমরা যারা দায়িত্বশীল আছি যারা দায়িত্ব নিতে যাব তারা এই যে ফুলের মাধুর্য নিজেদের জীবনে গ্রহণ করার চেষ্টা করতে হবে । আমাদের লক্ষ্য থাকতে হবে এই সমাজকে ফুলের মত পবিত্র করতে।