সীতাকুন্ডে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন
Giri Shaikat Desk
সীতাকুন্ডে কৃষক লীগ নেতা মীর ইউসুফ আলীর মৃত্যুকে কেন্দ্র করে আওয়ামী দোসর কর্তৃক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার দুপুর ১২টায় সীতাকুন্ড প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী মহিউদ্দীন, উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন, সোনাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী,, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সাবেক সদস্য সচিব রবিউল হক, একরামুল্লাহ নয়ন, বেলাল উদ্দিন, ছাত্রদল উপজেলা সভাপতি কাজী সেলিম উদ্দিন প্রমূখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডাক্তার কমল কদর। লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ১৬-১১-২৪ তারিখে সীতাকুণ্ড থানার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের (জোর আমতল) আপন দুই ভাইয়ের মধ্যে জায়গা বিক্রয় ও বিক্রয়কৃত জায়গার সীমানা নির্ধারণ করে ক্রেতাকে বুঝিয়ে দেওয়ার বিষয় নিয়ে বিরুদের জের ধরে উত্তপ্ত বাক্য বিনিময় ও ঝগড়া বিবাদে লিপ্ত হয় এবং কৃষক লীগ নেতা মীর ইউসুফ ঝগড়ার প্রায় এক ঘন্টা পরে বাড়িতে গিয়ে গোসল করে পরবর্তীতে শরীর খারাপ লাগছে বলে স্টোক করেন। তাৎক্ষণিক উনাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন তখন পরিবারের সদস্যরা স্বাভাবিক মৃত্যু ধরে বাসায় নিয়ে আসলেও পরবর্তীতে আওয়ামী দোসরদের ইন্দনে ঘটনাটিকে রাজনীতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ নামক ফেসবুক পেজ থেকে কৃষক লীগ নেতা মীর ইউসুফকে বিএনপি নেতা কর্মীরা হত্যা করেছে বলে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত হয়। ঘটনার পরের দিন মিথ্যা ও হয়রানি মূলক মামলা করার লক্ষ্যে মৃত লাশটি পোস্টমর্টেম করে বিএনপি নেতা কর্মীদের হয়রানি করার লক্ষ্যে মিথ্যা মামলা দায়ের করেন। এর প্রতিবাদে ১৯-১১ ২৪ তারিখে স্থানীয় বিএনপি’র পক্ষ থেকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়। এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এইসব ষড়যন্ত্রের কুশীলবদের তদন্তপূর্ব চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয়