সীতাকুণ্ডে শৈলীর কম্বল বিতরণ

Giri Shaikat Desk
সীতাকুণ্ডে উন্নয়ন সংস্থা শৈলি র উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় সীতাকুণ্ড প্রেসক্লাব সম্মেলন কক্ষে শীতার্ত হতদরিদ্র মানুষদের মাঝে এই কম্বল বিতরণ অনুষ্ঠান হয়।
উন্নয়ন সংস্থা শৈলী র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদীর সভাপতিত্বে নির্বাহী সদস্য শামীম আক্তার লাভলীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সীতাকুন্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, শৈলী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিক,সমাজসেবা অধিদপ্তর সীতাকুন্ড দপ্তরের ফিল্ড অফিসার নাজমুল হক, ইউনিয়ন সমাজকর্মী বিপ্লব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক বছর ধরে এই সংগঠন জনগণের কল্যাণে কাজ করে আসতেছে। শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ মানবিকতার বড় পরিচয়। অন্যান্য সামাজিক সংগঠনগুলি যদি এইরূপ কাজে নিবেদিত থাকে তাহলে সমাজের পিছিয়ে পড়া হত-দরিদ্র মানুষগুলো কিছুটা হলেও ভালো থাকবে।