সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন আহত ২জন
G d
সীতাকুণ্ডের ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২জন ও আহত ২জন। গতকাল সোমবার সকাল ৬টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত দুইজন হচ্ছে- আনোয়ার মিয়া (৬২) ও রহিমা বেগম (৬০)। দুইজনই ঢাকার নারায়ণগঞ্জের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোরে কক্সবাজারের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-৫২-০৩৯৯) উপজেলার ফোজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। মাইক্রোবাসে থাকা ৯ জনের মধ্যে ৩জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থল হতে গুরুতর আহত ব্যক্তিদের কুমিরা ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে রহিমা বেগম নামে এক নারী মারা যান। বারআউলিয়া হাইওয়ে থানার এস.আই নুরুল আফছার জানান , নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ১টি মাইক্রোবাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় মাইক্রোবাসটি মহাসড়কে দাঁড়ানো একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। গুরুতর আহত দুইজনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে রহিমা বেগম নামে আরেক যাত্রী মারা যায় । লাশ ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় । আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।