সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের ইফতারি সামগ্রী বিতরণ
সীতাকুণ্ড প্রতিনিধি ঃ

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের ইফতারি সামগ্রী বিতরণ করেছেন। ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সাবেক আমীর গরীব অসহায় ও দুঃস্হদের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করেছেন।
জানা যায়, গত শনিবার দুপুর ২টায় হোটেল ৯৯ এর দ্বিতীয় তলায় ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের ডাইরেক্টর তাহমীদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রায় শতাধিক গরীব অসহায় ও দুঃস্হদের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট মাওলানা তাওহীদুল হক চৌধুরী, বিশেষ অতিথি সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, স্রাইন কমিটির যুগ্ন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী,আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক ও জামে মসজিদের খতীব মাওলানা আনোয়ার হোসাইন,প্রেসক্লাবের সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,প্রেসক্লাবের সিনিয়র সদস্য মীর মোঃ দিদারুল হোসেন টুটুল,সবুজ শর্মা ও প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ,
সাবেক পৌর কাউন্সিলর রফিকুল আলম ,সাবেক ছাত্রনেতা মোঃ লিয়াকত আলী, আবুল কালাম আযাদ, নকীব সামাজিক সংগঠনের সেক্রেটারী রাফীদুল ইসলাম রাফী প্রমূখ। অনুষ্ঠানে শতাধিক অসহায়, গরীব ও দুঃস্হদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি মাওলানা তাওহীদুল হক বলেন, রমজান হচ্ছে সংযমের মাস। এই একটি মাস হলো অসহায়, গরীব ও দুঃস্হদের হক বুঝে পাওয়ার রমজানের মাস। তাই ইত্তিহাদ ফাউন্ডেশনেে কর্মীরা তাদের সাধ্যমতো রমজান উপলক্ষে অসহায় ও দুঃস্হদের মাঝে তারা ইফতার সামগ্রী বিতরণ করার জন্য এই আয়োজন। আমি এই রমজান উপলক্ষে অসহায় এবং দুঃস্হদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বিত্তবানরা যদি তাদের জাকাতের টাকা ইত্তিহাদ ফাউন্ডেশনের মাধ্যমে বিলি করলে সমাজের অসহায়, গরীব ও দুঃস্হদের মাঝে পৌঁছবে।