Uncategorized

সীতাকুণ্ডে দি হাঙ্গার প্রজেক্ট’র  পি এফ জি’র পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত। 

নাসির উদ্দিন অনিক

সীতাকুণ্ডে দি হাঙ্গার প্রজেক্ট আওতাধীন পি এফ জি (পিস ফেসিলিটি গ্রুপ)  কতৃক সম্মিলিত কার্যক্রম অগ্রগতি ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বুধবার বিকাল ৫ ঘটিকার সময় সীতাকুন্ড পৌরসভা হল রুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। পিএফজি সদস্য বীর মুক্তিযোদ্ধা  মহরম আলীর সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারী নাসির উদ্দিন অনিক এর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী মাইনুল ইসলাম.।  উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও বিএনপি’র জেলা কমিটির সদস্য  আজাদ,। সাংবাদিক লিটন কুমার চৌধুরী, জাহাঙ্গীর আলম,   মাসুদা খায়ের, সমিরন ভট্টাচার্য, পিএসজি ইউথ গ্রুপের সমন্বয়কারী রিফাত, ও নিহাল।

সভায় বক্তারা বলেন, দি হাঙ্গার প্রজেক্ট এর পিএফজি গ্রুপ সমাজে দল মত বর্ণ  জাতি  ধর্ম নির্বিশেষে সহ অবস্থান  রাখার জন্য কাজ করে যাচ্ছে ৃ। এবং একসাথে কাজ করায় এখানে তথা সীতাকুণ্ডে  কোনো হানাহানি দলাদলি হয় নাই বিশেষ করে সীতাকুন্ডের শিব চতুর্দশী মেলা কোনরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ হয়েছে। আগামীতে পিএফজি গ্রুপ এরূপ আরো নতুন নতুন কর্ম সম্পন্ন করার জন্য এগিয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button