Uncategorized

সীতাকুণ্ডে পুলিশের অভিযানে ১৭২ বোতল বিদেশী মদের চালান আটক। গ্রেপ্তার ১জন।

নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড

 সীতাকুণ্ডে থানা পুলিশের অভিযানে ১৭২ বোতল বিদেশী  মদ ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোঃ আব্দুল্লাহ (২৬) নামক এক মাদক পাচারকারি যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ আবদুল্লাহ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মধ্যম মটুয়া গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের পুত্র। সোমবার ভোর সাড়ে ৪টায় পৌরসভার শেখপাড়া এলাকা থেকে এসব বিদেশী মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভারতীয় ১৭২টি প্রতিটি ৭৫০ এমএল বোতলের মধ্যে ব্রান্ডগুলি হল -ব্লিন্ডার্স প্রাইড, স্টিরলিং, প্রিসআরভ, আইকনিক হোয়াইট, এসমিরনওফ, এন্টিকুইটি ব্লু।  যার আনুমানিক মুল্য ৫লক্ষ ২০ হাজার টাকা হবে বলে পুলিশ জানায়। এই ঘটনায় মডেল থানার এস আই মফিজুল ইসলাম ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় এজাহার দাখিল করেন।

পুলিশ সুত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ফেনী জেলার ছাগলনাইয়া সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ এনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের একটি দল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের  পৌরসভাস্থ শেখপাড়ায় অবস্থান করেন। এসময় একটি পিকআপ দ্রুত গতিতে এগিয়ে আসলে গাড়িটির গতিবিধি সন্দেহ হয়, তাই থামানোর জন্য সংকেত দেন পুলিশ। এতে করে পিকআপ ভ্যানটির চালক তাৎক্ষণিকভাবে গাড়িটি থেকে নেমে দ্রুত পালিয়ে যায়। পরে পিকআপভ্যানটি তল্লাশি চালিয়ে ভারতীয়  বিভিন্ন ব্র্যান্ডের ১৭২টি মদের বোতল উদ্ধার করা হয়।

 সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম সত্যতা স্বীকার করে জানান, এতবড় বিদেশী মদের চালান এই থানায় এর আগে কখনো আটক হয়নি। চালক পালিয়ে গেলেও তার তথ্য পেয়েছি, তাকেও আটক করা হবে। আটককৃত একজনকে বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় এজাহার দাখিল করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নাছির উদ্দিন অনিক

I'm Nasir Uddin Anik, I am the editor of this online news portal. Contact with me anytime at 01717-029446

রিলেটেড আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please disable ad blocker to view this content!