Uncategorized

সীতাকুন্ডে তিন গাড়ি চালকের স্ত্রীকে সেলাই মেশিন প্রদান

গিরি সৈকত ডেস্ক

সীতাকুণ্ডে ঈদ উপলক্ষ্যে মৃত তিন পরিবহন শ্রমিকের (বাস চালক) স্ত্রীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় পৌরসদরের উত্তর বাজার এলাকায় চট্টগ্রাম জেলা বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলমের ব্যক্তিগত অর্থায়নে মেশিনগুলো সমিতির মৃত পরিবহন শ্রমিক বাস চালক শেখ ফরিদ, মৃত মনির হোসেন, মৃত মোহাম্মদ রাজুর স্ত্রীর হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী এবং বিশেষ অতিথি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম.হেদায়েত। এছাড়াও উপস্থিত ছিলেন রিগান দাশসহ সংগঠনের নেতৃবৃন্দ। মেশিনগুলো প্রদান প্রসঙ্গে দাতা মোঃ খুরশিদ আলম বলেন, মৃত পরিবহন শ্রমিকরা বাস চালক হিসেবে আমাদেরকে সেবা দিয়ে এসেছে। কিন্তু তারা মারা যাবার পর তাদের পরিবার অসহায় হয়ে পড়ে। তাই আমি তাদের পরিবারের পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা থেকে নিজ অর্থায়নে এই মেশিন প্রদান করেছি।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী বলেন, এ উদ্যোগটি মহান বাস চালকরা মারা যাবার পরও তাদের পরিবারের প্রতি সংগঠনের নেতা খুরশিদের এই আন্তরিকতা প্রশংসনীয়। নিশ্চয়ই পরিবারগুলো এই মেশিন কাজে লাগিয়ে আর্থিকভাবে কিছুটা হলেও স্বচ্চল হবে। আর তা হলেই এ উদ্যোগটি সফল হবে।

নাছির উদ্দিন অনিক

I'm Nasir Uddin Anik, I am the editor of this online news portal. Contact with me anytime at 01717-029446

রিলেটেড আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please disable ad blocker to view this content!